ঢাকার কেরানীগঞ্জ থেকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১১:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার নয়াবাজার কুলারচর এলাকা থেকে ওয়াসিম উদ্দিন (৪৭) নামে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩ ও র‍্যাব-১০ এর একটি যৌথ আভিযানিক দল।মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গ্রেফতার করা হয় ওই অভিযুক্ত ব্যক্তিকে।

বুধবার (১৩ নভেম্বর) সকালের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ ফয়জুল ইসলাম।

তিনি জানান,ডিএমপির সবুজবাগ পূর্ব মাদারটেক এলাকায় সুপরিকল্পিতভাবে দীর্ঘদিন যাবত সংগঠিত চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি ছিলেন ওয়াসিম উদ্দিন। সে ৬৫/সি নারিন্দা, শাহ সাহেব লেন, বাড়ি এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

আমরা প্রাথমিক জিজ্ঞাসা বাদে ও অনুসন্ধানে আসামীর কাছ থেকে জানতে পারি ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকালীন কাজ করার সময় এক ডিভোর্সি নারীর সাথে পরিচয় হয় তার।

সেই সুবাদে তাদের মোবাইল ফোনে যোগাযোগ, দেখা-সাক্ষাত হয়।ওই নারী একজন ডিভোর্সী মহিলা জানানোর পরও অভিযুক্ত ওয়াসিম তাকে প্রেম ও বিবাহের প্রস্তাব দেয় এবং তাদের মাঝে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। পবিত্র কোরআন শরীফ এবং আল্লাহ’কে স্বাক্ষী রেখে বিবাহ ও রেজিষ্ট্রি করার প্রলোভন দেখিয়ে ভিকটিমের ভাড়া বাসায় এবং সুবিধাজনক স্থানে নিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া ওই নারীকে স্ত্রী হিসেবে দেখিয়ে বিভিন্ন এনজিও থেকে বিপুল পরিমাণ ঋণ উত্তোলন করে আত্মসাৎ করে। পরে ভুক্তভোগী ওই নারী ওয়াসিমের প্রথম স্ত্রী ও মেয়ের সাথে কথা বললে তারা টাকা ও বিবাহের বিষয়ে সমাধান করে দিবে বলে আশ্বাস দেয় কিন্তু আসামি ভিকটিমকে বিবাহ ও কাবিন রেজিষ্ট্রি করতে অস্বীকৃতি জানায়।

পরবর্তীতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে  গ্রেফতারকৃত ওয়াসিম উদ্দিন এর বিরুদ্ধে গত ১০ অক্টোবর ২০২৪ তারিখ ঢাকা মহানগরীর সবুজবাগ থানায় নারী ও শিশু নিযার্তন দমন ট্রাইব্যুনালে ২০০০ সালের নারী ও শিশু দমন আইনের ৯(১) ধারার বিবাহের প্রলোভন দেখাইয়া ধর্ষণ মামলা দায়ের করে। পরে গ্রেফতারকৃত ওয়াসিম উদ্দিন এর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হওয়ার পরপরই রাজধানীর ওয়ারী এলাকা ছেড়ে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় এসে আত্মগোপন করে। গ্রেফতারকৃত আসামি ওয়াসিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান র‍্যাব কর্মকর্তা মোহাম্মদ ফয়জুল ইসলাম।


আমার বার্তা/এম রানা/জেএইচ