রাষ্টীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ২০:১৩ | অনলাইন সংস্করণ
আসিফ বাঁধন,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) :
খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির মুন্সীগঞ্জ ও ঢাকা জেলা দক্ষিন শাখার উদ্যোগে জাতীয় মহাসন্মেলন সিরাজদিখান উপজেলা কুচিয়ামোড়া কলেজ মাঠে বুধবার ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।
নবুয়ত সংরক্ষণ কমিটির জাতীয় মহাসম্মেলন সভাপতিত্ব করেন খতমে নবুয়ত সংরক্ষন কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।সম্মেলনে বক্তারা বলেন,অতি দ্রুত তাদের অমুসলিম ঘোষণা না করা হলে এ দেশের আলেম-ওলামারা পুরো দেশবাসীকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।আমরা কোন আইন হাতে তুলে নিতে চাই না।কিন্তু রাসুলের সঙ্গে বেয়াদবি আমরা বরদাশত করব না।আমরা আশা করি সরকার দায়িত্বশীল কাজ করবে এবং এদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দিবে না।
তারা বলেন,ধৈর্য্যরে একটা সীমা আছে,আমরা বছরের পর বছর অপেক্ষা করতে পারব না।যদি কাদিয়ানীদের দ্রত অমুসলিম ঘোষণা করা না হয় তাহলে দেশবাসী নিজেরাই ব্যবস্থা নিতে বাধ্য হবে।সম্মেলনে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী আল- কুরাইশী।
এ সময় আরো উপস্থিত ছিলেন,বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক,হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক,ঢালকা নগরের পীর সাহেব মুফতি জাফর আহমদ,মুফতি নূর হোসেন নূরানী,মাওলানা নাজমুল হাসান,মুফতি মুহিউদ্দিন মাসুম,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ দেশ বরেণ্য আলেমগন উপস্থিত ছিলেন।সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত চলে অনুষ্ঠান।