অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে ইউএনওর সঙ্গে মতবিনিময়

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৯:১৭ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ইমামপুর ইউনিয়ন ষোলআনি, কালিপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীর ঘেষে এবং গুয়াগাছিয়া ইউনিয়ন  শিমুলিয়া এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে নির্বিচারে বালু উত্তোলন হচ্ছে।  

স্থানীয় সূত্রে জানা যায় গুয়াগাছিয়া ইউনিয়ন শিমুলিয়া এলাকায়  সরকার পতনের  আগে থেকেই  চলছে অবৈধ বালু উত্তোলন। ওই এলাকার অবৈধ বালু উত্তোলন বন্ধ করার লক্ষ্যে  উপজেলা প্রশাসন উদ্যোগে একাধিকবার যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বালু উত্তোলনে ব্যবহৃত বাল্ব গেইটসহ অনেক বাল্ব গেইট কর্মচারীকে আটক করে মামলা হয়েছে বহুবার। গুয়াগাছিয়া  ইউনিয়ন ও তার পার্শ্ববর্তী  থানা  মতলব উত্তর  থানার  কালিবাজার এলাকায়   প্রভাবশালী  সন্ত্রাসী চক্রের নিয়ন্ত্রণে   দীর্ঘদিন চলছে অবৈধ বালু উত্তোলন।  অপরদিকে  সরকার পতনের পর থেকে ইমামপুর ইউনিয়ন ষোলআনি  ও কালিপুরা এলাকায় সরকারি নিয়ম বহির্ভূত রাতের আঁধারে অবৈধ  ভাবে বালু উত্তোলন চলছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক মাহাদী ইসলাম বাবুর উপস্থিতিতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি নিয়ে অর্ধশত নেতাকর্মী উপজেলা নির্বাহী কর্মকর্তা এর সাথে মতবিনিময় করেছে। যুবদল ছাত্রদল নেতাকর্মীদের দাবি দুই স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধসহ নানাবিধ সমস্যা সমাধান নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তারের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার জানান যুবদল এবং ছাত্রদলের নেতাকর্মীরা দুই স্থানে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আলোচনা ও মতবিনিময় করেছে। দ্রুত সময়ের মধ্য  অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করতে যৌথ অভিযান পরিচালিত হবে।


আমার বার্তা/মুকবুল হোসেন/এমই