গজারিয়ায় ন্যাশনাল ব্যাংকে গ্রাহকদের টাকা না দেওয়ার অভিযোগ

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৬:৪০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ন্যাশনাল ব্যাংক শাখায় নানা শ্রেণী পেশার গ্রাহকদের জমানো টাকা ফেরত না দেয়ার অভিযোগে গ্রাহকদের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলার ভবেরচর বাস স্ট্যান্ড এলাকায় গড়েওঠা ন্যাশনাল ব্যাংক শাখার ভুক্তভোগী গ্রাহকরা অবরোধ করে মহাসড়ক।

ব্যাংকে টাকা জমা রাখা গ্রাহকদের মধ্য থেকে বাউশিয়া ইউনিয়নের আবুল হোসেন, টঙ্গারচর  ইউনিয়নবাসী অহিদুজ্জামান সহ একাধিক নারী গ্রাহক জানান ব্যাংকে তাদের সঞ্চিত টাকা নিজের প্রয়োজনে উঠাতে এসে তিন মাস যাবৎ হয়রানি হচ্ছে। ২ থেকে ১ দিন পর পর  সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ব্যাংকে অপেক্ষা করে খালি হাতে বাড়ি  যেতে হয়। ব্যাংক ম্যানেজার স্বজন প্রীতির মাধ্যমে কতিপয় লোকজনকে  ব্যাংক বন্ধ হলে সন্ধ্যার সময় টাকা দেয়। ব্যাংকের অন্যান্য সকল অফিসার ব্যাংকে এসে  প্রবেশ গেট বন্ধ করে বসে থাকেন। দুই একজন মাঝেমধ্যে বলেন দুই থেকে তিন মাস পর  আপনাদের সমস্যা মিটে যাবে। প্রতিদিন শত শত গ্রাহক  ব্যাংক প্রবেশ গেটে  টাকা নেয়ার অপেক্ষায়  খালি হাতে সন্ধায় ফিরে বাড়ি।  

স্থানীয় প্রশাসনের নির্দেশনায় মহাসড়ক অবরোধ  ছেড়েছে ভুক্তভোগী গ্রাহকরা। ন্যাশনাল ব্যাংক শাখা সহকারী ম্যানেজার মো. জাকির হোসেন  বলেন সকল প্রশ্নের উত্তর শাখা ম্যানাজার বলতে পারবে। তিনি এখন ব্যাংক প্রধান কার্যালয় আছেন।   ব্যাংক ম্যানেজার সিরাজুল ইসলামকে একাধিকবার মোবাইলে চেষ্টা করে  রিসিভ না করায় মতামত পাওয়া যায় নাই।


আমার বার্তা/মুকবুল হোসেন/এমই