বাংলাদেশে অনুপ্রবেশ করায় দুই ভারতীয় নাগরিক আটক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১২:৪৪ | অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা মুন্না মিয়া (২৪) ও সোহাগ মিয়া (২১)।
বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন। আটকদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, এ ঘটনায় রাতেই ওই দুইজনের নামে নিয়মিত আইনে মামলা দিয়েছে বিজিবি। দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।
আমার বার্তা/জেএইচ