পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ, রাতে নদীতে মিললো ২ শিশুর মরদেহ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১১:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পূজা দেখতে গিয়ে নিখোঁজের ৯ ঘন্টা পর নদী থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।
গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

শুক্রবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আঠারখাদা গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু আঠারখাদা গ্রামের সাইফুল ইসলামের ছেলে সামিউল্লাহ ওরফে তাসিফ (৮) ও একই এলাকার হুমাউনের ছেলে হুজাইফা (১০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার জুম্মার নামাজ পর আঠারোখাদা গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে দুর্গাপূজা দেখতে যায় তাহসিব ও হুজাইফা। তারপর থেকে নিখোঁজ ছিল তারা। এলাকায় মাইকিং করেও তাদের সন্ধান মেলেনি। পরে রাত ১০টার দিকে মাথাভাঙ্গা নদীর তীরে তাহসিবের গেঞ্জি দেখতে পান পূজামণ্ডপে দায়িত্বরত এক পুলিশ সদস্য। পরে নদীতে ডুব দিয়ে সন্ধান চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে গ্রামের লোকজন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, ওই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আমার বার্তা/জেএইচ