ময়মনসিংহের ফুলপুরে বন্যার্তদের পাশে আমজাদ আলী ফাউন্ডেশন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ২৩:০২ | অনলাইন সংস্করণ

  জ ই বুলবুল :

ফুলপুরের রুপসি ইউনিয়নে বরাবরের মতো বন্যার্তদের পাশে দাঁড়ালেন আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন। শুধু বন্যা নয় স্বাস্থ্য সেবায় ব্রত হয়েও ফ্রী মেডিকেল ক্যাম্প সহ যেকোনো অসহায় বঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন নিরলস  কাজ করে যাচ্ছেন ফাউন্ডেশন টি।

শুক্রবার (১১ অক্টোবর) দিনভর বিরতিহীন ভাবে তারা সর্বমোট ছয় শতাধিক বন্যা দুর্গতদের মাঝে নদগ আর্থিক অনুদান  তুলে দেন।

এ সময় একই পরিবারের চিকিৎসক৷ রা  ছাড়াও উপস্থিত ছিলেন অন্যন্ন ব্যাক্তিবর্গ। এদের মধ্যে বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এ কে এম আমিনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আজিজুল হক; বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ও লেখক  ডাঃ মো. ছায়েদুল হক, ৬নং পয়ারি ইউনিয়নের চেয়ারম্যান মফিজুল ইসলাম, মো. মোজাম্মেল হক, পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী খোকন, জালাল উদ্দিন আহমেদ, এমদাদুল হক, সহ আর অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজকদের মধ্য থেকে ডা, মো. ছায়েদুল হক বলেন, আমাদের বাবা আজ বেঁচে নেই। কিন্ত তার উপর স্বরণ করে তার তার আত্বার শান্তি কামনায় গড়ে উঠা ”আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশন” সবসময়ই অসহায় বঞ্চিত বা বন্যা দুর্গত, যে কোন  প্রাকৃতিক দুর্যোগে সাধ্যমতো পাশে ছিল। এবং আগামীতেও থাকবে। সবার আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা থাকলে ভবিষ্যতে ও আমরা আমাদের পরিবারের সকলে মিলে এগিয়ে আসবো। স্হানীয় প্রশাসন ও গণমাধ্যমের সহযোগীতা দরকার।


আমার বার্তা/এমই