স্ত্রীর করা মামলায় তিন মাসের সাজা এড়াতে ১০ বছর পলাতক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১৪:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
নোয়াখালীর সোনাইমুড়ীতে মো. নিজাম উদ্দিন (৫০) নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি তিন মাসের সাজা এড়াতে ১০ বছর সৌদি আরবে পালিয়ে ছিলেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ভানুয়াই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তার নিজাম উদ্দিন সোনাইমুড়ী পৌরসভার ভানুয়াই গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
জানা যায়, ২০১৪ সালে স্ত্রীর দায়ের করা মামলায় নিজাম উদ্দিনকে তিন মাসের সাজা প্রদান করেন আদালত। সাজা এড়াতে দীর্ঘদিন বিদেশে পালিয়ে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে উপজেলার ভানুয়াই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারপর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৌদি আরব ফেরত আসামি নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তারপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আমার বার্তা/জেএইচ