টেকনাফে বিদেশি আগ্নেয়াস্ত্র-গোলাবারুদসহ আটক ১

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৩ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

টেকনাফের সাবরাং থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ একজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

টেকনাফের সাবরাং থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ একজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ওই ব্যক্তির নাম মো. শহিদ (৩৭)।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং এলাকার বাসিন্দা মো. শহিদ দীর্ঘদিন যাবত পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র পাচার করে টেকনাফের কুখ্যাত ডাকাত দলকে সরবরাহ করে আসছিলো। শুক্রবার গভীর রাতে মো. শহিদের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। পরে বাড়িতে তল্লাশি করে বস্তায় মোড়ানো অবস্থায় ১টি জি-৩ রাইফেল, ৮ রাউন্ড তাজা গুলি ও ১টি দেশীয় চাপাতিসহ মো. শহিদকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।


আমার বার্তা/এমই