নিরাপত্তা জোরদারে খুলেছে পোশাক কারখানা

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের এখন পর্যন্ত কোনো শ্রমিক অসন্তোষসহ কর্মবিরতির খবর পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) নিরাপত্তা জোরদার এর মধ্য দিয়ে সকাল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের তাদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। সকাল ৮টার পর থেকে শুরু হয়েছে উৎপাদন।

এদিকে শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এ ছাড়া শিল্পাঞ্চলে সেনা টহল রয়েছে।

শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টসগুলোয় উৎপাদন স্বাভাবিক। ঢাকা ইপিজেড এলাকায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছে। পুলিশ মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টে।

এর আগে, অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে বুধবার (৪ সেপ্টেম্বর) সাভার ও আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। পোশাকশিল্প অধ্যুষিত এলাকায় বিক্ষোভ-ভাঙচুর হলে এই ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর উত্তরায় নিজস্ব ভবনে বৈঠকে বসেন বিজিএমইএ নেতারা। এতে সংগঠনের সাবেক ছয় সভাপতি, সেনাবাহিনী, পুলিশ, শিল্প পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নেন। বৈঠকে যৌথবাহিনী বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানের আশ্বাস দিলে কারখানা খোলার সিদ্ধান্ত নেন ব্যবসায়ী নেতারা।


আমার বার্তা/এম রানা/জেএইচ