কিশোরগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজি: আহত ফার্মেসি মালিকের মৃত্যু

প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ২৩:৪৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

নিয়ত ফার্মেসি মালিক মাসুদুর রহমান ও হাতিসহ মাহুতি রিয়াজুল মোল্লা

কিশোরগঞ্জে হাতি দিয়ে চাঁদাবাজি আহত করার সময় আহত ফার্মেসীর মালিক মাসুদুর রহমান (৬৬) মারা গেছেন।

মঙ্গলবার (২জুলাই) দুপুর দুইটার সময় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৩ নম্বর ওয়ার্ডে মারা যান তিনি।

নিহত মো. মাসুদুর রহমান  ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল এলাকার বাসিন্দা। তিনি কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আর ফার্মা নামে একটি ফার্মেসি চালাতেন।

নিহত ফার্মেসী মালিকের ভাই নাজমুল হক জানান,সোমবার সন্ধ্যায় শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় হাতি দিয়ে চাঁদাবাজি করছিলেন রিয়াজুল মোল্লা। এ সময় আমার ভাইয়ের ফার্মেসিতে চাঁদা চাইলে চাঁদা দিতে রাজি হননি আমার ভাই। এতে হাতির মাহুত হাতিশুর দিয়ে পেঁচিয়ে আমার ভাইকে আছার মারে। এতে আমার ভাই গুরুতর আহত হয়। প্রথমে তাকে উদ্ধার করে  কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতরাত ৩ টার দিকে আমার ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালে ১০৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরের দিকে মারা যান আমার ভাই।

স্থানীয়দের বরাত দিয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, সোমবার সন্ধ্যায় শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় হাতি দিয়ে চাঁদাবাজি করছিলেন রিয়াজুল মোল্লা। মাসুদুর রহমানের ফার্মেসিতে চাঁদা চায় হাতি। ফার্মেসি মালিক মাসুদুর রহমান হাতিকে চাঁদ দিতে অস্বীকৃতি জানালে হাতির সুর দিয়ে পেঁচিয়ে আছাড় মারা হয় ফার্মেসি মালিক কে। এতে মাসুদুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান ওসি। এ ঘটনায় নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাতি সহ মাহুতকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আটক মাহুত রিয়াজুল মোল্লা (২৫) গোপালগঞ্জ সদর উপজেলার মৃত আসমত মোল্লার ছেলে।


আমার বার্তা/এম রানা/জেএইচ