বন্যার কারণে পর্যটকদের জন্য টাঙ্গুয়ার হাওর বন্ধ ঘোষণা 

প্রকাশ : ১৮ জুন ২০২৪, ২০:০৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বন্যা পরিস্থিতি অবনতির কারণে টাঙ্গুয়ার হাওরসহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সব পর্যটন স্পটগুলো বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার বেলা ৩টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভিনের (ইউএনও) ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।

গত রাত থেকে ভারতের চেরাপুঞ্জিতে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢলের কারনে সুনামগঞ্জের ১২ উপজেলাই এখন বন্যা প্লাবিত। জেলার অন্তত ২ লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছে। জেলা সদরের সাথে তিন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।  

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, বর্তমান বন্যা পরিস্থিতি খারাপ ও হাওরে উত্তাল ঢেউ থাকার কারণে টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুরের সব পর্যটন স্পটগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।


আমার বার্তা/জেএইচ