মাইলস্টোন ট্রাজেডি : ছাড়পত্র পেলো তৌফিক নামে আরও এক শিক্ষার্থী
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৫:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তৌফিক হোসেন (১৩) নামের এক শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের কর্তৃপক্ষ। তৌফিক মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।
বৃহস্পতিবার(২৮ আগষ্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, বিমান বিধ্বংসের ঘটনায় দগ্ধ তৌফিক নামে এক শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শরীরে ৯ শতাংশ দগ্ধ ছিল। বর্তমানেএখানে ১৮ জন ভর্তি আছেন। সুস্থ অবস্থায় ১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ২০ জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহতের তথ্য পাওয়া গেছে। আহত হয়েছে প্রায় শতাধিক। নিহতদের অধিকাংশই মাইলস্টোনের শিক্ষার্থী।
আমার বার্তা/জেএইচ