কমলাপুর রেলস্টেশনে ছুরিকাঘাতে নারীকে হত্যা

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৪:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মে পরকীয়ার জেরে শ্যামলী (৩৮) নামে এক নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সুজন (৩৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন।

তিনি জানান, রাতে ৭ নম্বর প্ল্যাটফর্মে পিলারের পাশে ওই নারীকে ছুরিকাঘাত করে আহত করা হয়। পরে আমরা জানতে পেরে ঘটনাস্থল থেকে সুজন নামের ওই ছেলেকে আটক করি এবং আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে পাঠাই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

ওসি জয়নাল আবেদিন বলেন, প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পেরেছি, দুজনেই বিবাহিত এবং দুজনেই পরকীয়া করতেন। তারা ঢাকার আজিমপুরের দিকে থাকতেন। তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্যের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

তিনি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।