পল্লবীতে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি, আটক ৪
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর পল্লবী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে দিন দুপুরে বাসায় ঢুকে ডাকাতির সময় চারজনকে আটক করেছে পুলিশ। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
রোববার (২০ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে পল্লবী ডিওএইচএসের ৭ নম্বর এভিনিউয়ের ১১ নম্বর রোডে থাকা ৮০৭ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি শফিউল আলম।
তিনি জানান, চারজনকে আটক করা হয়েছে। তবে পরিচয় এই জানানো সম্ভব হচ্ছে না। এখনো বাসাটির কেউ অভিযোগ করেননি।
জানা গেছে, ভবনটির পঞ্চম তলায় ভাড়াটিয়া বোরহান এর বাসায় এ ঘটনা ঘটে। বাসাটিতে তিন ব্যক্তি বিকেলে প্রবেশ করেন। পরে প্রাইভেটকারে করে বাসার বিভিন্ন মূল্যবান মালামাল ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যায়। পরে এ দৃশ্য দেখে লে. ইফতেখার নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোটরসাইকেল নিয়ে তাদের পিছু নেয়। এরপর পথে তিনি প্রাইভেটকারটিকে আটকের জন্য ডাকাত বলে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে মিরপুর-১২ এনডিসি চেকপোস্টে তাদের আটক করা হয়। শেষে পুলিশে খবর দেয়া হলে তারা ছুটে গিয়ে তাদের আটক করে।
জানা যায়, তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ডায়মন্ড জুয়েলারি, স্বর্ণালংকার, ল্যাপটপ, ঘড়ি ৩টি, প্রসাধনী, কয়েক পিস ইয়াবা, হেডফোন সেট, পাসপোর্টের ডকুমেন্টস পাওয়া গেছে। আটকরা পল্লবী থানা পুলিশের হেফাজতে রয়েছে।
আমার বার্তা/জেএইচ