পাঁচ দিন যেসব এলাকায় সাড়ে ৫ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

প্রকাশ : ২২ মে ২০২৫, ১০:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

সঞ্চালন লাইনের জরুরি মেরামতকাজের কারণে বৃহস্পতিবার (২২ মে) থেকে পাঁচ দিন সিলেটের ৩৯ এলাকায় সাড়ে ৫ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২১ মে) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১–এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত সিলেটের কয়েকটি এলাকায় ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাবস্টেশন প্রকল্পের ঠিকাদার কর্তৃক জরুরি কাজ সম্পাদনের জন্য, বার্ষিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের লাক্কাতুরার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি কাকুয়ারপাড়, বিমানবন্দর থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম ফিডারসমূহের অধীন লাক্কাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীচড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদাম বাগিচা, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আবাসিক এলাকা, খাসদবীর প্রাইমারী স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদ্রাসা রোড, বড় বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও এর আশেপাশের এলাকাগুলোতে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিউবো সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।


আমার বার্তা/জেএইচ