রাজধানীতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল, যা জানা গেল

প্রকাশ : ২০ মে ২০২৫, ১১:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানীতে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে আহত করার একটি ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওই যুবককে কোপাতে দেখেও আশপাশের কেউ এগিয়ে আসেনি।

রোববার (১৮ মে) রাতে সেন্ট্রাল রোডে এ ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, গত রোববার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে গেঞ্জি ও প্যান্ট পরা এক যুবক সেন্ট্রাল রোডে দাঁড়িয়ে ছিলেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন শার্ট পরা আরেকজন যুবক। হঠাৎ একটি মোটরসাইকেল দেখে শার্ট পরা যুবক গেঞ্জি পরা যুবককে ধরে মাটিতে ফেলে দেন। এরপর ওই মোটরসাইকেলে আসে দুজন। মোটরসাইকেলের পেছনে বসে থাকা শার্ট পরা আরেক যুবক কোপাতে থাকেন। হেলমেট পরা মোটরসাইকেল চালকও নেমে কোপাতে থাকেন।

ভিডিওতে আরও দেখা যায়, এ সময় ভুক্তভোগী যুবকের আর্তচিৎকারেও আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করতে যাননি। এমনকি প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেলেও কেউ এগিয়ে আসেননি। পরে দুর্বৃত্তরা ওই যুবককে রাস্তায় ফেলে চলে গেলে, লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জানা গেছে, আহত ওই যুবকের নাম সাইফ হোসেন মুন্না। তবে তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

এ বিষয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

তিনি আরও বলেন, জড়িতদের শনাক্তের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কাজ করছে।