বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ মে ২০২৫, ১২:০২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

হযরত বারাকাহ (রা.) এর পুণ্য স্মৃতি নিয়ে প্রতিষ্ঠিত দি বারাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাপিলেট ডিভিশনের প্রাক্তন বিচারপতি ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মরহুম বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় বিয়াম অডিটোরিয়ামে এ জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. শামসুল আলম।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মিয়া মোহাম্মদ আইয়ুব, এডিশনাল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, ট্রপিক্যাল হোমসের ম্যানেজিং ডিরেক্টর রবিউল হক।

দোয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বারাকাহ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ প্রফেসর ডা. এম. ফখরুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বারাকাহ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম ধন্যবাদ জ্ঞাপন সাহাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. রুহুল আমিন।

এছাড়া উপস্থিত সুধীজনের মধ্যে বিভিন্ন বক্তা বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ সাহেবের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। 

বারাকাহ ফাউন্ডেশনের অধীন হাসপাতালগুলোর উত্তরোত্তর উন্নয়নের জন্য আবদুর রউফ সব সময় দিক নির্দেশনা প্রদান করতেন। তিনি দরিদ্র রোগীদের স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সবসময় সাপোর্ট দিতেন। বারাকাহ ফাউন্ডেশনের প্রাণপুরুষ বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ সাহেবের মৃত্যুতে বারাকাহ পরিবার গভীর শোক প্রকাশ করেন। পরে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

মুনাজাত পরিচালনা করেন বারাকাহ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার অ্যাকাউন্ট অ্যান্ড ফাইনান্স মোজাফফর হাসান খান মজলিস, বারাকাহ জেনারেল হাসপাতালের জিএম শাহজাহান সিরাজ, ডিজিএম আল কাইয়ুম আল ফয়সাল, এজিএম মুহা. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম শাওন, বারাকাহ ফাউন্ডেশনের ম্যানেজার মনোয়ার হোসেন রানা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, আব্দুল কুদ্দুস, মো. সোহরাব আকন্দ, মো. হিরো মিয়াসহ অনেকেই।


আমার বার্তা/এমই