সূত্রাপুরে দুই বাসের মাঝে চাপা পড়ে সুপারভাইজার নিহত
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১৪:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজধানীর সূত্রাপুরে ভিক্টোরিয়া পার্কের সামনে পার্কিং করার সময় দুই বাসের মাঝে চাপা পড়ে বেলায়েত হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি আজমেরি পরিবহন বাসের সুপারভাইজার ছিলেন।
সোমবার (৫ মে) রাত পৌনে ১২টা দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বেলায়েত হোসেনের গ্রামের বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলায়।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রাশেদ ইসলাম বলেন, গতরাতে ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাস ধোয়া মোছার কাজ করছিলেন বেলায়েত। এ সময় অন্য একটি বাস পেছনে পার্কিং করার সময় বেলায়েতকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বেলাল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এই ঘটনায় হাসপাতাল থেকে ঘাতক গাড়ির চালক মানিক মিয়াকে আটক করেছে পুলিশ। বিষয়টি সূত্রাপুর থানা পুলিশ তদন্ত করছে।