এস এস সি পরীক্ষা শেষে বাসা ফেরা হলো না পরীক্ষী নাঈমের

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ১৬:২২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরা থানাধীন উত্তরা বি এন এস এর সামনের রাস্তায় এসএসসি পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে বিআরটিসি এর ট্রাকে ধাক্কায় মো. নাঈম (১৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
নাঈম উত্তরা হাই স্কুল এন্ড কলেজ কমার্সের বিভাগের শিক্ষার্থী। নাঈম উত্তরা ৫ নং সেক্টরের মো. নজরুল ইসলামের ছেলে।

রোববার (২৭ এপ্রিল) উত্তরা রাজউক হাই স্কুলের পরীক্ষার সেন্টার শেষে ঘটনাস্থল দিয়ে বাসায় ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে বিকেল তিনটার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধুর সিয়াম জানান, আমরা উত্তরা হাই স্কুল এন্ড কলেজ  থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। আমাদের পরীক্ষা কেন্দ্র ছিল রাজউক হাই স্কুল । আজ আমাদের ফিজিক্স পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে দ্রুতগতির বিআরটিসির একটি ট্রাক নাইনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় নাইম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান নাঈম আর বেঁচে নেই। এই ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালককে ঘটনাস্থলে আটক করা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আমার বার্তা/এম রানা/এমই