ধানমন্ডিতে বহুতল ভবনের বারান্দা থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৯:৪৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ধানমন্ডিতে বহুতল ভবনের নবমতলার বারান্দা থেকে পড়ে মোসাম্মৎ আকলিমা (১২) নামে এক শিশু গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা গৃহকর্তা আঃ রশিদ জানান, আমি ২২/এ, নতুন রোড ১০/এ, পুরাতন ১৯ নং পশ্চিম ধানমন্ডি নবমতলা ফ্ল্যাটে থাকি। ৩/৪ দিন আগে নাজমা বেগম নামে পূর্ব পরিচিত এক মহিলা ওই শিশুটিকে আমাদের বাড়িতে কাজের জন্য নিয়ে আসে। তখন আমরা বলি ওর আইডি কার্ড লাগবে বাসা বাড়ি ঠিকানা লাগবে। একথা বললে নাজমা বেগম জানান ভাই এই শিশুটি তিন-চার দিন আগে রায়েরবাজার হাই স্কুলের ঢালে কান্না করছিল। আর আমাকে বলছিল আমাকে কোন একটা কাজে কামে লাগিয়ে দেন। ওর কান্না দেখে আমি আপনার কাছে নিয়ে এসেছি। আপনি তো এর আগেও কয়েকজন ছোট মেয়েকে বাসায় রেখে বড় করে পেলে তাদের বিয়েও দিয়ে দিয়েছেন। এই ভরসায় আপনার কাছে নিয়ে আসলাম, ও খুব গরিব মানুষ ওর কেউ নাই। দেশের বাড়ি কোথায় সেটাও বলতে পারেনা। তখন আমি নাজমা বেগমকে বলি ঠিক আছে রেখে যাও ও কয়েকদিন থাকুক দেখুক মন চাইলে কাজ কাম করবে।

তিনি আরও জানান, আজ বিকেলের দিকে আমার স্ত্রী ও অন্য আরেকটি কাজের মেয়ে ঘরে বসে টিভি দেখছিল। কখন যে আকলিমা বারান্দা থেকে নিচে পড়ে যায় তা আমরা কেউ জানিনা। পরে আমাদের দারোয়ান বিষয়টি আমাদেরকে জানালে আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে নিয়ে গেলে জরুরিভাবে বিভাগের চিকিৎসক জানান নাজমা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশু আকলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আমার বার্তা/এম রানা/এমই