পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৮:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজিকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হৃদয় মিয়াজী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব ও তিতাস উপজেলার দূরলব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (অপারেশনস) এ কে এম মঈন উদ্দিন।
তিনি জানান, বিকেল সাড়ে ৫টার পর পর বনানী থানায় হৃদয় মিয়াজিকে হস্তান্তর করে র্যাব। এর আগে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
তিনি জানান, আসামির মামা হারুন অর রশিদের বাড়ি থেকে জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজীকে (২৩) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে কুমিল্লা র্যাব-১১ এর কাছে হস্তান্তর করে তিতাস থানা পুলিশ।
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে সিঙ্গারা খাচ্ছিলেন দুই তরুণী। তাদের একজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়াসের বান্ধবী। তখন পারভেজ সেখানে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হাসছিলেন। তিনি কেন হাসলেন–এ নিয়ে প্রশ্ন তোলেন পিয়াসের বান্ধবী। এরপর পিয়াস, মেহেরাজ ও মাহাথিরের সঙ্গে পারভেজদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে দু’পক্ষের মধ্যে বিষয়টি মীমাংসা করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে একদল তরুণ ঘিরে ধরে। এ সময় তার বুকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন পারভেজ। পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর একটি মামলা দায়ের করেন। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের দুই নেতাসহ আটজনের নাম উল্লেখ ও ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ বলেন, ঢাকায় পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র্যাব-১১ এর সহযোগিতায় উপজেলার মনাইরকান্দি গ্রামের আসামির মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে র্যাব তাকে বনানী থানায় হস্তান্তর করে।
আমার বার্তা/এমই