যাত্রাবাড়ীতে মোবাইল চালাতে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৭:৫৬ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তর পাড়া এলাকার একটি বাসায় মোঃ আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।

আব্দুল্লাহ শেরপুরের শ্রীবর্দি উপজেলার ইন্দিরপুর গ্রামের তারেক মিয়ার ছেলে।বর্তমানে যাত্রাবাড়ীর মাতুয়াইল উত্তরপাড়া এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকতো। তিন ভাইয়ের মধ্যে সেছিল সবার বড়।

রোববার (২০ এপ্রিল) দুপুরে দিকে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায়  উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত কিশোরে মা আজেদা বেগম জানান , আমার ছেলেকে মাদ্রাসায় পড়ালেখার জন্য দিয়েছিলাম।সে ঠিকমতো পড়াশোনা করতো না শুধু মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে। তাই আমি বকা্ দিয়ে মোবাইল ফোন লুকিয়ে রেখে গার্মেন্টসে চলে যাই এবং ওর বাবাও বাসা থেকে কাজে চলে যায়।সে বাসায় একা ছিল।আমি বাসায় ফিরে এসে দেখি আমার ছেলে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান,মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আমার বার্তা/এম রানা/এমই