এসএসসি পরীক্ষা দেওয়া হলো না মিনার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ১৮:৪৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরার মীর পাড়া পাইটি এলাকার একটি বাসায় মিনা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। সে ডেমরার ই ,হক স্কুল এন্ড কলেজে থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।

নিহত মিনা ডেমরার মিরপাড়া পাইটি এলাকার মো.  আল-আমিন মোল্লার মেয়ে।। এক ভাই এক বোন বড় ছিল বলে জানিয়েছেন স্বজনরা।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা হাসান মোল্লা জানান, আমার ভাতিজি ডেমরার ই ,হক স্কুল এন্ড কলেজে থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে এখন পর্যন্ত তিনটা পরীক্ষা হয়েছে। সামনের অংক পরীক্ষা নিয়ে অতিরিক্ত টেনশনে ছিল।আজ বিকেলের দিকে সবার অজান্তে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে মিনা। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ভাতিজি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আমার বার্তা/এম রানা/এমই