মোটরসাইকেলে করে সন্তানকে স্কুলে দিতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১০:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

রাজধানী ডেমরা থানাধীন মীরপাড়া সিএনজি পাম্প এলাকায় মোটরসাইকেল করে সন্তানকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী বাবা ওবায়দুর রহমান (২৭) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্কুল পড়ুয়া সন্তানও আহত হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।

নিহত ওবায়দুর যাত্রাবাড়ী মাতুয়াইল দক্ষিণপাড়া মুন্সি বাড়ির আব্দুর রব মুন্সীর ছেলে।

মঙ্গলবার (১৮ মার্চ)সকাল ৭টার দিকে এই ঘটনাটি ঘটে ।পরে মুমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই কেফায়েত উল্লাহ জানান, আমার ছোট ভাই ওবায়দুর রহমান আজ সকালে তার সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিল। এ সময় ডেমরার মীরপাড়া সিএনজি পাম্পের সামনে 'ওয়াসিম পরিবহন' নামে যাত্রীবাহী বাস ধাক্কা দিয়ে আমার ভাইকে গুরুতর আহত করে পালিয়ে যায়। এতে তার সন্তানও আহত হয়। ওরে পথচারীরা আমার ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা তার সন্তানকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আমার ছোট ভাইয়ের স্কুল পড়ুয়া সন্তানের অবস্থাও খুব একটা ভালো না বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আমার বার্তা/জেএইচ