সাবেক এমপি তানভীর ইমামের বাসা সন্দেহে মধ্যরাতে কার বাসায় তল্লাশি?
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ১০:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচটি ইমামের ছেলে, সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি তানভীর ইমামের গুলশানের বাসা সন্দেহে একটি বাসায় অভিযানের নামে তল্লাশি চালিয়েছে কিছু যুবক।
যারা এ কাজ করেছেন তাদের অভিযোগ, বাসাটিতে আওয়ামী লীগের দোসররা লুকিয়ে আছে এবং অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে। ঘটনা শুরুর প্রায় ৩০ মিনিট পরে বাসাটিতে প্রবেশ করে গুলশান থানা পুলিশ। এরপর ওই যুবকরা বাসা থেকে বের হয়ে যান।
এর কিছুক্ষণ পর বাসাটির নিচে আসে সেনাবাহিনীর একটি টহল দল। পরে সেনাবাহিনীর সদস্যরা বাসাটিতে প্রবেশ করেন।
ছাত্র-জনতা পরিচয় দেওয়া ব্যক্তিরা পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াই বাসাটিতে প্রবেশ করে তল্লাশি চালান।
তবে বাসাটির একজন পরিচর্যাকারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বাসাটি জনৈক রহমান সাহেবের মেয়ের। এইচটি ইমামের ছেলের নয়। বাসায় তিনি ও দুই নারী গৃহকর্মী ছাড়া কেউ নেই। হঠাৎ করে বেশ কয়েকজন আধাঘণ্টা ধরে লাথি দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর লুটপাট করে চলে যায়।
তল্লাশি চালানো বেশ কয়েকজন যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাসাটিতে কেন তারা তল্লাশি চালালো এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কেন প্রবেশ করলো।
এরই মধ্যে গুলশান থানার ওসিসহ গুলশান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
আমার বার্তা/জেএইচ