ক্যাপিটাল ক্লাবের নির্বাচন : ফের সভাপতি আবুল হোসেন

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩ | অনলাইন সংস্করণ

  জ ই বুলবুল:

বিশিষ্ট ব্যবসায়ী-সংগঠক মোহাম্মদ আবুল হোসেন

রাজধানীর গুলশানে দি ক্যাপিটার ক্লাব লিমিটেডের এবারও সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সংগঠক মোহাম্মদ আবুল হোসেন। তিনি ৩০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত হোসেন পেয়েছেন ২৫৭ ভোট।

শনিবার (২২ ফেব্রুয়ারি) নানা প্রতিকূলতার ভেতরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতে ভোটের ফলাফল ঘোষণা করা হয়।

ক্যাপিটাল ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার লেফটেন্যান্ট কর্নেল (অব.) আকরাম হোসেন ও সহযোগী কর্মকর্তাদের দিকনির্দেশনায় দুপুর থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ক্লাবের অনুষ্ঠিত নির্বাচনে ১০ জন পরিচালককেও নির্বাচিত করা হয়। তারা হলেন ডাইরেক্টর মো. সৈয়দ হাসান খান (এল এম-১৯২), ডাইরেক্টর এ কে এম মাঈনুদ্দিন নূরী মিল্কী (এম এল-২৯০), ডাইরেক্টর ড. শামশাদ চৌধুরী (সোনালী) (এলএম-৩০৯), ডাইরেক্টর মীর মো. জাকির হোসেন মানিক (এলএম-২৭৮), ইঞ্জি. মো. কামরুজ্জামান (এলএম-৩০৫), ইঞ্জি. আবু-আল সিরাজী (এম এল -৩১৫), ডাইরেক্টর মোহাম্মদ মাহবুব হাসান (গুড্ডু), (এলএম-২০৮), ডাইরেক্টর মাকসুদা খানম (রীপা) (এলএম-৩২৫), ডাইরেক্টর, আবদুল মান্নান (এমএল-২১৪), ডাইরেক্টর মেহেদী হাসান মিঠু (এলএম-৩৭১)।

প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল হোসেন নির্বাচিত হয়ে বলেন, এটি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আগামীতে সুন্দর পরিবেশ ও পরিচ্ছন্নভাবে গড়ে উঠুক এটাই আমাদের প্রত্যাশা। যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আন্তরিক দায়িত্ব পালন করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি।


আমার বার্তা/এমই