বিজেএ'র সভাপতি কাজী সামাদ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:২৬ | অনলাইন সংস্করণ

  কাজী সামাদ:

বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশন (বিজেএ)'র তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক আমার বার্তা,সিনিয়র রিপোর্টার কাজী আব্দুস সামাদ। তার নেতৃত্বে সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মো. আলমগীর হোসেন বিশেষ প্রতিনিধি, দৈনিক সকালের সময় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং সাংবাদিকদের অধিকার আদায়ে নিরলস কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় সাংবাদিক এম এইচ মুন্না। তিনি সংগঠনের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে থাকবেন।

নবগঠিত কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা দায়িত্ব পেয়েছেন: সিনিয়র সহ-সভাপতি: মাসুদ রানা, সহ-সভাপতি: শফিকুর রহমান শফিক এবং হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: উজ্জল মোল্লা, কোষাধ্যক্ষ: আসাদুজ্জামান রনজু, সাংগঠনিক সম্পাদক: এম হাফিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক: শাহ  মহিউদ্দিন শাহিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: শওকত আকবর রতন, আইন বিষয়ক সম্পাদক: মোঃ ওয়াহিদুর নবী বিপ্লব (এ্যাড.), নারী বিষয়ক সম্পাদক: নাহিদা আক্তার পপি, সহ সাংগঠনিক সম্পাদক: জাহিদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক: মোর্শেদ মারুফ, কল্যাণ সম্পাদক: মো. মামুন শাহরিয়ার, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক: আবু আব্দুল্লাহ রোহিত


নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন: মোহাম্মদ ফারুক হোসেন, আসাদুজ্জামান আসাদ,রিমি সরদার,আলমগীর হোসেন (শিক্ষা বার্তা) এবং শাহ আলম সাগর।

নতুন কমিটির প্রত্যেক সদস্যই সাংবাদিকতার উন্নয়নে নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করবেন বলে অঙ্গীকার করেছেন। সংগঠনের নেতৃবৃন্দ বিশ্বাস করেন, এই কমিটি সাংবাদিক সমাজের উন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখবে।


আমার বার্তা/এমই