কার্যালয় খুলে দেওয়ার দাবি নিয়ে কাকরাইলে ভোরের কাগজের কর্মীরা

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ১৩:২৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

সব দাবি মেনে নেওয়া ও বন্ধ কার্যালয় খুলে দিয়ে প্রকাশনা চালু রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভোরের কাগজের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কাকরাইল মোড়ে এইচআর ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।

তারা বলছেন, আমরা আমাদের ন্যায্য পাওনা চাই। ভোরের কাগজের কোটি কোটি টাকা লুটপাটকারী ও প্রকাশনা বন্ধের ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনা হোক। আমাদের সব দাবি মেনে নেওয়া ও বন্ধ কার্যালয় খুলে দিয়ে প্রকাশনা চালু রাখার দাবি নিয়েই আজ আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা এখানে মেধা দিয়েছি, শ্রম দিয়েছি, বিনিময়ে আজ এসে কি পেলাম?

অবস্থান কর্মসূচিতে ভোরের কাগজের প্রধান প্রতিবেদক খন্দকার কাউছার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, পত্রিকাটির সাহিত্য সম্পাদক কবি সালেক নাছির উদ্দিন, যুগ্ম বার্তা সম্পাদক মুকুল শাহরিয়ার, সাংবাদিক এস এম মিজানসহ পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

গত সোমবার (২০ জানুয়ারি) মালিকপক্ষের টানিয়ে দেওয়া এক নোটিশের মাধ্যমে পত্রিকাটির প্রধান কার্যালয় বন্ধের ঘোষণা করা হয়। নির্বাহী সম্পাদক স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, ভোরের কাগজ কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১২ ধারা অনুযায়ী মালিকের নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যা ওইদিন থেকে কার্যকর হয়।

এরপর থেকে পত্রিকাটির সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

জানা গেছে, পত্রিকাটির সংবাদকর্মীদের একটি অংশ অষ্টম ওয়েজ বোর্ডে বেতন পান। কিন্তু যাদের কনস্যুলেটেড হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা ওয়েজবোর্ড দাবি করেন। এটি নিয়েই সমস্যা তৈরি হয়। গত কিছুদিন ধরেই ভোরের কাগজের কয়েকজন সংবাদকর্মী অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন দাবি এবং তাদের নিয়োগের তারিখ থেকে বকেয়া পাওনা পরিশোধের জন্য আন্দোলন করছিলেন। গত রোববার সংবাদকর্মীদের একটি অংশ সাংবাদিক ইউনিয়নের নেতা এবং বহিরাগতদের নিয়ে ভোরের কাগজের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করেন। তারই পরিপ্রেক্ষিতে গত সোমবার মালিকপক্ষ পত্রিকাটি বন্ধের নোটিশ জারি করে।

আমার বার্তা/জেএইচ