রাজধানীর গুলশানে ছিনতাইকারী ছুরিকাঘাতে দুই জন গুরুতর আহত
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১০:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
রাজধানীর গুলশান -২ নাম্বারের ইসিজি মার্কেট এর সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আ: কাদের শিকদার (৩৫) ও আমির হামজা (২৫) নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এ সময় ছিনতাইকারীরা প্রায় পৌনে দুই কোটি টাকা নিয়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগীর স্বজনরা।
আহত কাদের শিকদার নড়াইলের নড়াগাতী থানার খাসিয়াল গ্রামের মোস্তফা শিকদারের ছেলে। তিনি মানি এক্সচেন্স ব্যবসায়ী বলে জানিয়েছেন স্বজনরা। অপরদিকে আহত আমির হামজা যশোরের কেশবপুর থানার সাগরদাড়ি গ্রামের এরশাদ সরদারের ছেলে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে এগারোটা নাগাদ গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার জানান, আমার ভাই মানি এক্সচেঞ্জার ব্যবসায়ী। মঙ্গলবার রাত ৯ টার দিকে মোটরসাইকেলে করে অফিস থেকে বাসার দিকে যাচ্ছিল আমার বড় ভাই। এ সময় গুলশান ২ নম্বরে ইসিজি মার্কেটের সামনে ১০/১২ জন অজ্ঞাত লোক লোহার রড দিয়ে গুরুতর আহত করে আমার ভাই এবং মোটরসাইকেল চালককে রাস্তায় ফেলে চলে যায়। পরে খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে জরুরি বিভাগের চার নম্বরে তাদের চিকিৎসা চলছে।
তিনি আরো জানান, অজ্ঞাত ওই লোকেরা এসময় আমার ভাইয়ের কাছে থাকা নগদ ২৫ হাজার ডলার,২০হাজার ইউরো এবং ৮০ লক্ষ্য নগদ টাকা নিয়ে যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে আনা হয়। পরে আমরা তাদের জরুরি বিভাগের চিকিৎসার ব্যবস্থা করি। পরে আহতদের কাছ থেকে জানতে পারি তারা ছিনতাইয়ের শিকার হয়েছিল। ছিনতাইকারীরা তাদের কাছ থেকে নগদ দেশি টাকা ও বিদেশী মুদ্রা নিয়ে যায় বলে জানা গেছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/জেএইচ/এমরানা