বারভিডা'র ৩১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৪, ২২:৫৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

বারভিডা কার্যনির্বাহী পরিষদ (২০২২-২০২৪) 'র ৩১তম বার্ষিক সাধারণ সভা রোববার (২৯ ডিসেম্বর) রাতে রাজধানীর এক কনভেনশন সেন্টারে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বারবিডা'র প্রেসিডেন্ট মো. হাবিব উল্লাহ ডন। এতে স্বতস্ফূর্তভাবে অংশ নেন সংগঠনের ঢাকা, চট্রগ্রামসহ  সারাদেশের সদস্যরা।  আগামীতে বারভিডার  কার্যক্রম কি হবে তা নিয়ে বিস্তর আলোচনা করেন প্রায় ১৫ জন সদস্য। শীত আর ব্যবসায়িক ব্যস্ততা সত্বেও  বার্ষিক সাধারণ সভায় যোগ দেয়ায় বারভিডার প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন উপস্হিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।

এজিএম-এ পূর্ববর্তী বৎসরের এজিএম'র কার্যবিবরণী,সেক্রেটারি জেনারেল কর্তৃক বার্ষিক প্রতিবেদন, (২০২৩-২০২৪) বর্ষের নিরীক্ষা প্রতিবেদন ও পরবর্তী বছরের বাজেট অনুমোদন এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য নিরীক্ষক নিয়োগ  বিষয়ে হাততালি দিয়ে  স্বতস্ফূর্তভাবে সর্মথন দেন উপস্থিত সদস্যরা।  

সাধারণ সদস্যবৃন্দের  উন্মুক্ত  বিভিন্ন প্রশ্নের জবাব দেন  প্রেসিডেন্ট,সেক্রেটারি জেনারেলসহ ইসি নেতৃবৃন্দ। সদস্যদের দাবিসমূহ পূরণের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন বিদায়ী প্রেসিডেন্ট  ডন।  তিনি নবনির্বাচিত সভাপতির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে প্রেসিডেন্ট হাবিব উল্লাহ ডন সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


আমার বার্তা/এমই