আজ শহীদ ডাঃ শামসুল আলম খান মিলনের ৩৪ তম মৃত্যুবার্ষিকী

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মিছিলে অংশ নিয়ে গুলিতে নিহত হন ডা. শামসুল আলম খান মিলন। মিলনের মৃত্যুকে কেন্দ্র করে স্বৈরাচারবিরোধী গণআন্দোলন আরও বেগবান হয়। পরে একই বছরের ৬ ডিসেম্বর এক ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদ সরকারের পতন ঘটে। গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর মিলনের মৃত্যুর দিনটিকে শহীদ মিলন দিবস হিসেবে পালন করে আসছে বাংলাদেশ।

নব্বইয়ের স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলন স্মরণে প্রতি বছরের মতো এবারো দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।দিবসটি পালনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পৃথক  কর্মসূচি ঘোষণা করেছে।কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ চত্বরে ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়েছে।

এতে অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নুর জাহান বেগম,স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব সায়েদুর রহমান,ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কামরুল আলম, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান,বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাঃ এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম,বিএনপির উপদেষ্টা আমান উল্যাহ আমান,বিএনপির যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন,বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বিএনপি যুগ্ম মহাসচিব ফরহাদ হালিম ডোনার, এবং বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুল জামান রতন।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিলনের সমাধিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংগঠনগুলো হল ,,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ,শহীদ ডাঃ মিলন মানব কল্যান পরিষদ,শহীদ ডাঃ মিলন সংসদ,ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট ,শহীদ ডাঃ মিলন এর পরিবার বর্গ,জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল,  মহাখালী ঢাকা,ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতাল,ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ (বিএসপিপি),বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, ঢাঃবিঃ সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),ও ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।


আমার বার্তা/এম রানা/জেএইচ