রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ১৭:১৯ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ডেমরা এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে  মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক ইলিক্ট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে ।

পরে অন্যান্য শ্রমিক তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন ওই ভবনের কেয়ারটেকার সাফির উদ্দিন বাবুল বলেন, ডেমরা থানার বাদাশা মিয়া রোডে রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি নির্মাণাধীন ১৪ তলার ভবনের ৬ তলায় বৈদ্যুতিক লাইনের ওয়্যারিংয়ের কাজ করার সময় নিচে পড়ে যান সাদ্দাম হোসেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহত সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার কালিবাড়ি গ্রামে। তার বাবার নাম ইসমাঈলের হোসেন। তার এক ছেলে এক মেয়ে রয়েছে। বর্তমানে পরিবার নিয়ে যাত্রাবাড়ীর কাজলায় ভাড়া থাকতেন তিনি।


আমার বার্তা/এম রানা/এমই