নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রড মিস্ত্রির মৃত্যু

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৬:৪৫ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পাগলা শাহী বাজার, আমতলা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ৬ তলা থেকে পড়ে মো. মানিক মিয়া (৪৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

মানিক মিয়া বগুড়ার শান্তাহার উপজেলার মালশোন গ্রামের মোজাফফর প্রধানের ছেলে । বর্তমানে ফতুল্লা এলাকায় ভালো থাকতেন।

বুধবার (১৩ নভেম্বর) মৃত্যু বেলা আড়াইটা নাগাদ তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে বাপ্পী জানান, আমার বাবা রাজমিস্ত্রীর কাজ করে।আজ দুপুরের দিকে পাগলা শাহী বাজার,আমতলা এলাকার ছয় তলা ভবনে একটি জানালার কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় আমার বাবা। পরে খবর পেয়ে  দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বাবা আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে রাজমিস্ত্রি মানিক মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


আমার বার্তা/এম রানা/এমই