পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে গুলিস্থান-পল্টনে তীব্র যানজট
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৩:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
আওয়ামী লীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজধানীর গুলিস্থান-পল্টনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সড়কে হাজার হাজার মানুষের অবস্থান বাধাগ্রস্থ করছে স্বাভাবিক যান চলাচল।
রোববার (১০ নভেম্বর) বিকেল তিনটায় গুলিস্থান জিরো পয়েন্টে সমবেত হওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে এমন ঘোষণার পর পাল্টা কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা বেলা ১২টা থেকে অবস্থান নিয়েছেন জিরো পয়েন্ট এলাকায়।
বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে তৈরি করা হয়েছে অস্থায়ী মঞ্চ। এতে সড়কে স্বাভাবিক যান চলাচল বাধার মুখোমুখি হয়েছে।
পল্টন মোড় থেকে জিরো পয়েন্ট, জিরো পয়েন্ট থেকে বক চত্বর, বঙ্গবন্ধু এভিনিউ থেকে জিরো পয়েন্ট হয়ে পল্টনমুখী সড়কে যান চালচল করছে খুবই ধীর গতিতে।
স্বাভাবিকের চেয়ে কয়েকগুণ বেশি সময় ব্যয় করতে হচ্ছে প্রতিটি পরিবহনকে। এক্ষেত্রে গণপরিবহন থেকে নেমে পায়ে হেটেই গন্তব্যে রওনা হতে দেখা গেছে অনেককে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দিয়ে রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। এর পাল্টা কর্মসূচি হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে একইস্থানে গণজমায়েতের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আমার বার্তা/জেএইচ