ঢামেকে ওসিসি পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ১৪:৩২ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পরিদর্শন করলেন তত্ত্বাবধায়ক সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরের দিকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারটি পরিদর্শনে আসেন তিনি।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এখানকার পরিষেবার মান বৃদ্ধিতে যতটুকু সহযোগিতা প্রয়োজন সবটুকুই সমাজসেবা মন্ত্রণালয় করবে। আপনারা যারা অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক এখানে রয়েছেন রোগীর সেবার প্রয়োজনে আপনাদের যা যা প্রয়োজন আমাদেরকে  এ বিষয়ে অবগত করবেন বাকিটা আমরা দেখব।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আরো ও জানান,এখানে যেন রোগীরা চিকিৎসার অবহেলা না পায় সেদিকে হাসপাতালের বিশেষজ্ঞদের দৃষ্টি রাখতে বলেন। এ সময় সমাজকল্যাণ উপদেষ্টার সাথে, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান,ঢামেক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার পিসি মোঃ মিজানুর রহমান উপস্থিত থেকে সমাজ কল্যাণ উপদেষ্টাকে ওসিসির বিভিন্ন শাখা প্রশাখা সম্পর্কে অবগত করেন।


আমার বার্তা/এম রানা/এমই