হোসেন বিজয় ও তার পিতা আনোয়ার হোসেনের উপর বর্বরচিত হামলা

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ২০:১৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর জুনের প্রধান সমন্বয়, তিতুমীর কলেজের মেধাবী ছাত্র ও আদাবর থানার ছাত্রদলের নেতা আলমগীর হোসেন বিজয় ও  তার পিতা আনোয়ার হোসেনের ৩০ নং ওয়ার্ডের বিএনপির সহ-সভাপতির উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল করেন এলাকার জনগণ।

শুক্রবার বিকালে আদাবর থানার ৩০ নম্বর ওয়ার্ডের সুনিবিড় হাউসিং এর নিকটবর্তী স্থানে এ হামলা চালায়। এ হামলায় নেতৃত্ব দেন মাদক কারবারি ও বহু অপকর্মের হোতা আওয়ামী লীগের দোসর ও যুবদল নেতা জালাল, ইব্রাহীম ও আলমাস ওতার গুন্ডা বাহিনী। এই বর্বরোচিত  হামলার বিরুদ্ধে বিউটি বেগম বাদী হয়ে ১৩ জনকে আসামি করে  আদাবর থানায় একটি মামলা দায়ের করেছে।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশ সন্ত্রাসী ও মাদক কারবারিদের নির্মূল করতেই হবে। দলের ভিতরে চাঁদাবাজ ভূমি দখলকারী থাকতে পারবে না।  ভুক্তভোগী বলেন, এ হামলাকারীদের অতিসত্বর আইনের আওতায় এনে কঠিন বিচারের দাবি জানা। সেই সাথে বিএনপি'র নীতি নির্ধারণীদের কাছে দাবি এ সকল সন্ত্রাসীদের ও মাদক কারবারিদের দল থেকে বহিষ্কার করতে হবে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন ১৭ বছর নির্যাতন সহ্য করেছি এখন বিএনপি'র নামধারী কিছু মাদক কারবারি চাঁদাবাজ এলাকার সন্ত্রাসীরা আবারো বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়ছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় আজ আমাদের উপর এই নির্মম পৈশাচিক হামলার তীব্র নিন্দা ও বিএনপি'র হাই কমান্ডের নীতি নির্ধারণের কাছে বিচার প্রার্থনা করছি।

 

আমার বার্তা/এমই