রাজধানীর মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ১৯:০৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মুগদা এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আবুল হোসেন (৫০) নামে এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে মুগদার মান্ডা বড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই শ্রমিককে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টার দিকে মারা যায়।

আবুল হোসেনের সহকর্মী মো. জাহাঙ্গীর হোসেন জানান, তাদের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সাইকেলতলা গ্রামে। বর্তমানে মান্ডার ওই নির্মাণাধীন ভবনেই থাকত। আবুল হোসেন রাজমিস্ত্রীর কাজ করত।

তিনি আরও জানান, ঘটনার সময় ওই ভবনের দ্বিতীয় তলায় কাজ করছিল সে। সেখান থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মুগদা থেকে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় সহকর্মীরা হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সহকর্মীরা জানান, নির্মাণাধীন ভবন থেকে পরে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আমার বার্তা/এম রানা/এমই