ঢামেকে নার্সিং ও মিডওয়াইফাইরী কাউন্সিলের পতাকা মিছিল ও সমাবেশ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:২১ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে নার্সিং ও মিডওয়াইফাইরী কাউন্সিলের উদ্যোগে কালো পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে বারোটার দিকে ঢামেক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ পতাকা মিছিল হয়। পরে মিছিলটি প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও ও এর আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে।
নার্সিং ও মিডওয়াইফাইরী কাউন্সিল এর প্রধান সমন্বয়ক মর্জিনা আক্তার জানান, আমরা দীর্ঘদিন ধরে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবি করে আসছি। আমরা চাই নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের, প্রেসিডেন্ট ও রেজিস্টার পদ হতে নন-নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের যেন সঠিকভাবে পদায়ন করা হয়।
তিনি আরো জানান আমাদের এই পদযাত্রা এবং মিছিল দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান থাকবে। সেই সাথে রোগীদের সেবা দানে কোন গাফিলতি যেন না হয় এ বিষয়টিও আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি।আজকেও আমরা নার্সিং ও মিডওয়াইফাইরী কাউন্সিল ও অধিদপ্তরের সামনে আমাদের কর্মসূচি চলমান রয়েছে।
আমার বার্তা/এম রানা/জেএইচ