রাজধানীতে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৯:৫৩ | অনলাইন সংস্করণ
এম রানা:
রাজধানীর ডেমরা ওরিয়েন্টাল স্কুলের মোড়ে আওয়ামী ও যুবলীগের সন্ত্রাসীরা আবু সাঈদ (৩২) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বজনরা।
আবু সাঈদ ডেমরা আমতলা বাহির টেংরা এলাকার সিকান্দার আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক ) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা আপেল মাহমুদ জানান, আমার ভাগিনা ডেমরা ৬৭ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ছিল। সন্ধ্যার দিকে ঘটনাস্থলের চায়ের দোকানে চা খাওয়ার সময় আওয়ামী লীগ ও যুবলীগ সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাগিনা আর বেঁচে নেই।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/এমই