ঢামেকে আরও ৪ পুলিশ সদস্যের মরদেহ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১৮:৪০ | অনলাইন সংস্করণ
এম রানা:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটেছে। রাজধানীর আশপাশের এলাকা থেকে মুমূর্ষু অবস্থায় চার পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) সকাল থেকে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত গুলিবিদ্ধ অবস্থায় তাদের ৪ জনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়।
>> নিহতরা হলেন:
১. অজ্ঞাত পুলিশ সদস্য (৩২)। যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষের ঘটনায় নিহত ।
২.অজ্ঞাত পুলিশ সদস্য (৪০)। যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষের ঘটনায় নিহত।
৩.অজ্ঞাত পুলিশ সদস্য (৩২)। যাত্রাবাড়ী এলাকায় সংঘর্ষের ঘটনায় নিহত।
৪..অজ্ঞাত পুলিশ সদস্য (৩২)। উত্তরা এলাকায় সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন।
তিনি জানান, আজ সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত রাজধানীর একাধিক এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় চার পুলিশ সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মরদেহ গুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আমার বার্তা/এমই