ঢামেক মর্গ থেকে ১১ পুলিশ সদস্যের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১০:৪০ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘর্ষে নিহত ১১ পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বুধবার (৭ আগস্ট) রাজধানী সহ আশেপাশের বিভিন্ন এলাকায় গোলাগুলির ঘটনায় ঘটনাটি ঘটে।
পরিবারের কাছে হস্তান্তরকৃত মরদেহ গুলো হল--
১.কনস্টেবল শাহিদুল আলম (৪৮)।
২.আব্দুল আলিম( ৪৬ )(পুলিশ সদস্য)।
৩.কনস্টেবল রেজাউল করিম (৪৮)।
৪.এ এসআই ফিরোজ হোসেন (৪৮)।
৫.এ এসআই সঞ্জয় কুমার দাস (৩০)
৬.কনস্টেবল মাহফুজুর রহমান (২৪)
৭.পুলিশ সদস্য আবু হাসনাথ রনি(২৪)।
৮. পুলিশ সদস্য রাজু আহমেদ (৩৫)
৯.আনসার সদস্য আবু জাফর (৪৬)।
১০.এস আই সুজন চন্দ্র দে (৪১)। এবং
১১.এস আই খগেন্দ্র চন্দ্র সরকার (৪৯)।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মেডিকেল কলেজের মর্গ সহকারী জানান, গতকাল
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজনের মরদেহ ময়নাতদন্তের জন্য
ঢামেক মর্গে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ। পরে তাদের মধ্যে নিহত ১১ জনের ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়।
আমার বার্তা/জেএইচ