ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলার হাজতির মৃত্যু

প্রকাশ : ১৮ জুন ২০২৪, ২০:৩৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের মো:  নুরুল হক নামে এক অসুস্থ হাজতির মৃত্যু হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৫৯ বছর। 

আজ মঙ্গলবার রাত আট টার দিকে  অসুস্থ অবস্থায় ওই হাজতিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত)সুভাষ কুমার ঘোষ জানান, মৃত হাজতি নুরুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তম পুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে। তার 
হাজতী নং-  ২৩৩১৫/২৪। সে বিডিআর বিদ্রোহ মামলায় কেন্দ্রীয় কারাগারে কারাবন্দী ছিলেন। আজ রাতের দিকে নুরুল হক কারাগারে অসুস্থ হয়ে পড়েন। কারারক্ষী রিপন মিয়া সহ আরো কয়েকজন দ্রুততাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান তিনি আর বেঁচে নেই। 

কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আরোও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাঁর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারাগার কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আমার বার্তা/এম রানা/জেএই