যাত্রাবাড়ির ধোলাইপাড়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 

প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৯:০৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ীতে  বাসার ছাঁদ থেকে পড়ে মোঃ রাহাদ শেখ নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ জুন) রাতের দিকে পূর্ব ধোলাইপাড় কবরস্থান রোডে বাসার ছাদ থেকে পড়ে এই ঘটনাটি ঘটে। পরে রাত সাড়ে এগারোটার দিকে মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর পিতা মোঃ রনি শেখ জানান,আজ রাতে আমার শিশুপুত্র বাসার ছাদে খেলা করছিল। হঠাৎ অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। পরে আমরা বিষয়টি জানতে পেরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান আমার শিশু পুত্র আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে শিশু রাহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

আমার বার্তা/এম রানা/জেএইচ