ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আহত ৩

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১০:১০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লার দাউদকান্দিতে  ভাতিজিকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মাদকাসক্ত বখাটেদের রাম দায়ের কোপে চাচা-চাচী সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন,মোছা:মুর্শিদা বেগম (চাচী), জাহানারা বেগম (চাচী) ও মোঃ সজল সরকার (চাচা)।

শনিবার (১৫জুন) রাত সাড়ে ৮টার দিকে দাউদকান্দির দুদ ঘাটা গ্রামের বাড়িতে এ ঘটনাটি ঘটে। পরে রক্তাক্ত জখম অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ( ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

আহতের ভাই সানোয়ার  হোসেন জানান, আমাদের বাড়ির সীমানা ঘেঁষে একটি মাদ্রাসা রয়েছে। সেখানে প্রায় রাতেই স্থানীয় কয়েকজন মাদকাসক্ত বখাটেরা আড্ডা দিত এবং অশ্লীল কথাবার্তা বলে ইভটিজিং করতো।যা আমাদের বাড়ির ভিতরের অংশ থেকে দেখা যেত।আমার ভাই ভাবি  প্রায়ই তাদেরকে সেখানে আড্ডা দিতে মানা করতো। গতকাল রাতে আমার ভাই ও ভাবি ওই বখাটেদের বকাঝকা করে বিদায় করে দেয়। পরে মাদকাসক্ত বখাটে মোঃ  রাজিব, মো: আব্দুল্লাহ, মো:মিন্টু ও শিমুল সহ ৮/১০ জন আমাদের বাড়িতে ঢুকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে আমার দুই ভাবি ও ভাইকে। পরে খবর পেয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ৯৮ নং ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

তিনি আরোও জানান এই ঘটনায় আমার বৃদ্ধ বাবা প্রতিবাদ করলে বখাটেরা বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে  মাথায় আঘাত পান তিনি। বাবাকে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু জানান, কুমিল্লা থেকে নারীসহ একই পরিবারের তিনজনকে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে আনা হলে জরুরী বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

 

আমার বার্তাি/এম রানা/জেএইচ