ভাটারার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ চারজনই মারা গেছেন

প্রকাশ : ১৬ জুন ২০২৪, ১০:১০ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ রকসি আক্তার(২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শেখ হাসিনা ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় পরিবারের চারজনই মারা গেলেন।

রবিবার (১৬জুন) ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘ভাটারা থেকে দগ্ধ অবস্থায় নারী–শিশুসহ একই পরিবারের চারজন আমাদের এখানে এসেছিল। আজ ভোরের দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রকসি আক্তার ।তার শরীরের ৫৫  শতাংশ দগ্ধ হয়েছিল।এই ঘটনায় গত বুধবার ওই  শিশু আয়ান ও বৃহস্পতিবার ছোট মেয়ে ফুতু আক্তার ও গতকাল দুপুরে মারা যায় বৃদ্ধ আব্দুল মান্নান।

ডা. তরিকুল ইসলাম আরও বলেন, ঘটনাটি মর্মান্তিক হলেও একই পরিবারের দগ্ধ চারজনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন।

গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলার রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছিল। পরে তাদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

 

আমার বার্তাি/এম রানা/জেএইচ