বিসিএস পরীক্ষায় আবেদন ফি হতে পারে ৩৫০ টাকা

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বিসিএস পরীক্ষার আবেদন ফি কমানোর ঘোষণা আগেই দিয়েছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার নতুন ফি নির্ধারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। প্রস্তাবে আবেদন ফি ৩৫০ টাকা করা হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলে ৪৭তম বিসিএস থেকে এ ফি কার্যকর হতে পারে।

পিএসসির একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করেছে পিএসসি। মন্ত্রণালয় অনুমোদন দিলে শিগগির এটি কার্যকর হবে।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন ফি ৭০০ টাকা থাকলেও কিছুক্ষণের মধ্যেই পিএসসি ফি কমানোর ঘোষণা দেয়।

ঘোষণায় পিএসসি উল্লেখ করেছিল, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে সরকারি কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে। হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই জানিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- আগামী ১০ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তার আগেই পিএসসির প্রস্তাবিত ফি অনুমোদন হতে পারে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

৪৭তম বিসিএসে তিন হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এরমধ্যে তিন হাজার ৪৮৭ জন ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগ পাবেন।


আমার বার্তা/জেএইচ