গণিত বিভাগে বিতর্ক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাবের ডিবেট উইং এবং ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিত হলো তৃতীয় বার্ষিক বিতর্ক কর্মশালা। দিনব্যাপী এই কর্মশালায় গণিত বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পেশাদার প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই কর্মশালায় বিতর্কের বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চার প্রসার ঘটানো এবং তাদের যুক্তিতর্ক উপস্থাপনের দক্ষতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। তিনি বলেন, "সম্প্রতি জগন্নাথ ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কর্তৃক আয়োজিত ১৭তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় আমি গর্বিত। গণিত বিভাগে বিতর্ক চর্চা আরও এগিয়ে নিতে আমি সবসময় সহযোগিতা করব।"
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. নুরুল্লাহ, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের মডারেটর ড. সলিমা খানম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যাথ ক্লাবের উপদেষ্টা ড. মোশতাক আহমেদ।
অধ্যাপক ড. নুরুল্লাহ তার বক্তব্যে বিতর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, “বিতর্ক মানুষকে যেকোনো বিষয়ের সুবিধা ও অসুবিধা উভয় দিক সমানভাবে দেখতে ও বুঝতে সাহায্য করে। এটি চিন্তাশক্তি বিকাশে এবং ব্যক্তিকে উচ্চতর জ্ঞানের স্তরে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশাবাদী, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাব আগামীতেও তার সাফল্যের ধারা অব্যাহত রাখবে।”
এই কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে এবং ভবিষ্যতে বিতর্ক প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করবে বলে আশা করা যায়।
আমার বার্তা/সাদিয়া সুলতানা রিমি/জেএইচ