সাজিদ হত্যা ও আওয়ামী শিক্ষকদের বিচার চেয়ে ইবি ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৬:৪১ | অনলাইন সংস্করণ

  ইবি সংবাদদাতা:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আওয়ামীপন্থি শিক্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শাখা ছাত্রদল। 

বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবন চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

এদিকে সাজিদ হত্যার বিচারের দাবিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি করেছেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিং ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তারা দুপুর দেড়টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।

ছাত্রদলের সমাবেশে প্রধান অতিথি ছিলেন শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম। এছাড়াও শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহবায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম, সদস্য রাফিজ আহম্মেদ, নুর উদ্দিন উপস্থিত ছিলেন।

সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর খুনিদের এখনো খোঁজ মেলেনি। আমি কুষ্টিয়া থানা ও ইবি থানার ওসির সাথে কথা বলেছি। তারা জানিয়েছে কাজে অগ্রগতি হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এছাড়া বিশ্ববিদ্যালয়ে এখনো আওয়ামী ফ্যাসিস্টরা বহাল রয়েছে। প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। আওয়ামী ফ্যাসিস্টদের যারা আশ্রয় দিবে তাদের অবস্থাও একই রকম হবে। দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্টদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, গত ১৬ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ৩ আগস্ট প্রাপ্ত ভিসেরা রিপোর্টে সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এরপর সাজিদের পিতার মামলায় মৌখিক নির্দেশে তদন্ত করছে সিআইডি। এছাড়াও পিবিআই, পুলিশসহ অন্যান্য সংস্থাও তদন্ত করছে বলে জানা যায়।


আমার বার্তা/আজাহারুল ইসলাম/এমই