পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারিতে ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১১:৫৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আর্থিক অনিয়মের ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর মো. ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জারি করা হয়। পরে গত রবিবার (২৪ আগস্ট) তা সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছায়। বরখাস্ত থাকাকালে নিয়ম অনুযায়ী তারা খোরপোশ ভাতা পাবেন।
বরখাস্তদের মধ্যে রয়েছেন—বিশ্ববিদ্যালয়ের অর্থ–হিসাব শাখার উপপরিচালক রাজিব মিয়া ও ল্যাব অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ঈসা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্যের অনুমোদনের ভিত্তিতে তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুসারে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারি, ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
চাকসু নির্বাচনে প্রক্টর ও রেজিস্ট্রারের অব্যহতি চেয়েছে ছাত্রদল
দুদকের অনুসন্ধান দল জানায়, কর্মকর্তা–কর্মচারীদের ঋণের কিস্তি জমা না করে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে ১৭ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল ক্যাম্পাসে অভিযান চালায়।
অর্থ-হিসাব বিভাগ আরও জানায়, ২০১১ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জিপিএফ তহবিল থেকে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয়ের জন্য ঋণ কর্মসূচি চালু রয়েছে।
আমার বার্তা/এল/এমই